Skip to content

জন্ম থেকেই নেই যোনিপথ! অস্ত্রোপচারের মাধ্যমে নবজীবন নাবালিকার

জন্ম থেকেই নেই যোনিপথ! অস্ত্রোপচারের মাধ্যমে নবজীবন নাবালিকার
Trending News In West Bengal: জন্ম থেকেই অদ্ভুত সমস্যায় নাবালিকা। অসম্পূর্ণ জননাঙ্গ, সেই সমস্যা নজরে আসার পর থেকেই সাংঘাতিক চিন্তা ও উদ্বেগে কাটছিল জীবন। জন্মগতভাবে নাবালিকার শরীরে তৈরি হয়নি কোনও যোনিপথ। এর চিকিৎসায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেও হয়নি কোন সুরাহা । অবশেষে সিউড়িতে এসে মিলল সমাধান। অস্ত্রোপচারের মাধ্যমে তৈরি করা হলো নাবালিকার যোনিপথ । স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে নাবালিকা ও তার পরিবারের মুখে । কীভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন? তা চিকিৎসক জানালেন নিজেই।

NASA Praises Pakistan Girl: চোখে দিলেই উবে যাবে ঘুম! পাক কিশোরীর হাতে গড়া চশমা দেখে হতবাক NASA

জন্ম থেকেই যোনিপথ নেই। কী হবে তার ভবিষ্যৎ? কীভাবেই বা হবে তার বিয়ে? তাই নিয়েই দীর্ঘ ১৭ বছর ধরে চিন্তায় বীরভূমের ইলামবাজার থানা এলাকার বছর সতেরোর এক নাবালিকার পরিবার। এই সমস্যার সমাধানের জন্য নাবালিকাকে নিয়ে কখনও ছুটেছেন বর্ধমান তো কখনও ছুটেছেন আসানসোল, আবার কখনও গিয়েছেন কলকাতা। এমনকী পাড়ি দিয়েছেন দুমানিতেও কিন্তু হয়নি কোনও সুরাহা । এক কথায় এই সমস্ত জায়গাগুলিতে গিয়েই আশাহত হয়ে ফিরে আসতে হয়েছে নাবালিকা আর তাঁর পরিবারকে । এমন সময় গ্রামেরই এক প্রতিবেশীর কাছে জানতে পারেন সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমের কথা । সেখানেও এক কথায় কোনও সুরাহা হবে না ভেবেই এসেছিলেন তারা । তবুও চেষ্টা ছাড়বেন না বলে এসেছিলেন নার্সিং হোমে। তবে এখানে এসে তাদেরকে অন্যান্য জায়গার মতো আশাহত হতে হল না ।

Kulik Bird Sanctuary: কুলিক পক্ষীরালয়ে পাখির আগমনের সময়ে পরিবর্তন, কারণটি আসলে ভয়াবহ

চেকআপের সময়েই মিলল দিশা। দীর্ঘ দুই মাসের চিকিৎসা এবং অস্ত্রোপ্রচারের মাধ্যমে তৈরি করা হলো নাবালিকার যোনিপথ এবং এই অসাধ্য সাধন করেছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ দেবাংশী । প্রায় দুই মাস চিকিৎসা চলার পর জুন মাসে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তৈরি করা হয় নাবালিকার যোনিপথ । এরপর জুলাই মাসের শেষ দিকে পুনরায় পরীক্ষা করে দেখা যায় জুন মাসের সেই অস্ত্রোপ্রচার সফল হয়েছে।

Central Government Awards : ফের রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের! ‘ভূমি সম্মান’-এর বিশেষ পুরস্কার পেল বাঁকুড়া

নাবালিকা পেয়েছেন, প্রায় তিন ইঞ্চির মত গভীরতা সম্পন্ন যোনিপথ । স্বাভাবিকভাবেই সমস্ত আশা ত্যাগ করার পরে সমস্যা সমাধানে নাবালিকার পরিবারের মুখে ফুটেছে হাসি। অন্যদিকে চিকিৎসক দেবাশীষ দেবাংশী বলেন, “এই রোগীনী আমার কাছে ‘অ্যাবসেন্ট ভ্যাজাইনা’ ( ভ্যাজাইনাল অ্যাজেনেসিস) নিয়ে এসেছিল । ডাক্তারি পরিভাষায় যার নাম ‘ মেয়ার রকিট্যানস্কি কুষ্টার হাউসার সিন্ড্রোম বা এম. আর. কে. এইচ সিন্ড্রোম । যা পাঁচ হাজার জনের মধ্যে একজনের রয়েছে। মূলত এই ক্ষেত্রে রোগিনীর গর্ভাশয়টি প্রায় থাকে না বললেই চলে (রুডিমেন্টারি), যোনিপথ থাকে না, তবে ওভারি ও টিউবগুলো থাকে । এই কারণেই এই রোগিনীর যোনিপথ তৈরী করতে ম্যাকিন্ডোস্ অপারেশন করা হয়েছে, যা একটু ঝুঁকির এবং কঠিন হওয়ার কারণে সচরাচর সব নার্সিংহোমে করা হয় না । কারণ, এই অপারেশনটা করতে গেলে আগে একটা মোল্ড তৈরী করতে হয় । আর এটা তৈরী করার জন্য আরও একজনের অস্ত্রোপ্রচার করতে হয় । সেখান থেকে একটি জিনিস নিয়ে মোল্ড তৈরী করে পরে এই অপারেশনটা করতে হয় । ঠিক এই ভাবেই ধাপে ধাপে অপারেশনটা করা হয়েছে। সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা।”

Dengue Fever : বারাসতের পর কলকাতা, রাজ্যে ফের ডেঙ্গির বলি ১ নাবালিকা

এছাড়াও তিনি বলেন, ” প্রায় দেড় মাস আগে আমি অপারেশনটি করেছিলাম। আজ দেখলাম যোনির যে গভীরতা, সেটা প্রায় তিন ইঞ্চি মতো হয়েছে। যার জন্য এই অপারেশনটাকে সাকসেসফুল অপারেশন বলা চলে । তবে এই অপারেশনের পর সে তাঁর যৌনজীবনে সমস্ত স্বাভাবিক অনুভূতি পাবে। তবে নিজের গর্ভে সন্তান ধারণ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে সারোগেসি উপায়ে মাতৃত্বের স্বাদ পেতে পারেন তিনি।”

Nadia News Today : নদিয়ায় TMC নেতার লজে মধুচক্র! গ্রেফতার ৫, উদ্ধার ৮ মহিলাও

নাম প্রকাশে অনিচ্ছুক নাবালিকার দিদি জানান, “আমরা কোনদিন ভাবিনি, বোন আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে । ভাবিনি ওর কোনওদিন বিয়ে হবে । রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেছি কিন্তু কোন সুরাহা পাইনি, এমনকী কেউ কোনদিন ভরসাও দেয়নি । অবশেষে সুরাহা পেলাম নিজের জেলাতেই । ডাক্তার বাবুকে কিভাবে যে ধন্যবাদ জানাব তার কোনও ভাষা খুঁজে পাচ্ছি না আমি।”

উৎস লিংক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

হট নিউজ

প্র্রশ্নোত্তর

সর্বশেষ খবর

Stay Connected

আরও খবর

subscribe to our newsletter

I expressly agree to receive the newsletter and know that i can easily unsubscribe at any time