Skip to content

‘মধ্যমা দেখাতে চাই’! সমকামী কটাক্ষে জেরবার, ট্রোলে মুখ খুলে জবাব করণ জোহরের

twitter

বলিউডের এ লিস্টার পরিচালকের তালিকায় নাম আসে করণ জোহরের। ধর্মা প্রোডাকশনের কর্ণধার। বছরে একাধিক হিট পায় বলিউড তাঁরই হাত ধরে। সম্প্রতি কফি উইথ করণ-এ অতিথি হিসেবে এসেছিলেন অর্জুন কাপুর আর আদিত্য রায় কাপুর। আর এই দুই তরুণ নায়কের সঙ্গে কথা বলার সময় নিজের যৌনজীবন নিয়ে মুখ খুললেন করণ। একহাত নিলেন সেই ট্রোলারদের যারা তাঁর দুই সন্তানকে টেনে আনেন কটাক্ষে। শুধু তাই নয়, ছাড়া পান না তাঁর মা হিরু জোহরও। 

অনেকেরই মত করণ জোহর ‘গে’। সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হন তিনি। এমনকী, মণীশ মলহোত্রা, শাহরুখ খান-সহ একাধিক তারকার সঙ্গে নামও জড়িয়েছে করণ জোহরের। এক সাক্ষাৎকারে, নিজের এক পুরুষ সঙ্গীকে নিয়েও কথা বলতে দেখা গিয়েছিল করণকে। আর তাই নেটপাড়া অধিকাংশ সময়ই ‘মেয়েলি’ বলে আক্রমণ করে বসে করণ জোহরকে। 

কফি উইথ করণ শো-তে অর্জুন আর সিদ্ধার্থের সঙ্গে কথা প্রসঙ্গে করণ ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘তাঁরা সবসময় আমার যৌনতা নিয়ে কথা বলে। আমার সিঙ্গেল প্যারেন্ট হওয়া নিয়ে তির্যক মন্তব্য করে। আমার বাচ্চাদের টেনে আনে বারংবার। আমার মা-কেও ছাড়ে না। এদের দাবি মা নাকি আমাকে ঠিক করে বড় করতে পারেনি।’

‘আমার শরীর নিয়েও অনবরত চলতে থাকে কটাক্ষ। কোনও পোশাক পরলেই বলা হয় আমার নাকি চেহারাই নেই এসব পোশাক পরার মতো। সারাক্ষণ বডিশেম করা হয় আমাকে। আমার একটাই প্রশ্ন, আপনারা কে? আসলে দিনের শেষে এগুলোকে পাত্তা না দিতে আপনাকে চামড়া মোটা করতেই হবে।’, আরও বলেন করণ জোহর। 

এদিন কথা প্রসঙ্গে কফি উইথ করণ নিয়ে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-কে নিয়ে শুরু হওয়া কটাক্ষেও মুখ খোলেন করণ। চলতি সিজন ডেবিউ হয়েছিল দীপিকা-রণবীরকে দিয়ে। যেখানে অভিনেত্রী বলেছিলেন, সম্পর্কের একদম শুরুর দিকে কোনও কমিটমেন্ট ছিল না তাঁদের মধ্যে। সেই সময় একাধিক পুরুষের সঙ্গে ডেট করেছিলেন দীপিকা। কিন্তু কাওকেই মন দিতে পারেননি। কিন্তু মানসিকভাবে তিনি কমিটমেন্ট করে ফেলেছিলেন রণবীরের সঙ্গে।

আর তারপর থেকেই শুরু হয়ে যায় কটাক্ষ। যা নিয়ে করণ জোহর বলেন, ‘কারও বিবাহিত জীবন নিয়ে কথা বলার মতো কতটা জানে এরা। নিজেদের ঘরে সবার আগে নজর দে তোরা। এই সব লোকেদের আমার মধ্যমা দেখাতে চাই। আর বলতে চাই, মুখ বন্ধ কর।’

 



উৎস লিংক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

হট নিউজ

প্র্রশ্নোত্তর

সর্বশেষ খবর

Stay Connected

আরও খবর

subscribe to our newsletter

I expressly agree to receive the newsletter and know that i can easily unsubscribe at any time